কাহারোলে ডাক্তার বিহীন এস এম ক্লিনিকের মালিক টিআর সাইড কাটিংয়ের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করায় প্রসূতির মৃত্যু!! ভাগ্যক্রমে বেঁচে যায় নবজাতক শিশুটি।
রোস্তম আলী কাহারোল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের কাহারোল উপজেলায় আলোচিত এস এম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক ডাক্তার বিহীন টি আর সাইট কাটিং এর মাধ্যমে বাচ্চা ডেলিভারি করায় প্রসূতির মৃত্যু হলে অবশেষে আদালতের নির্দেশে পুনরায় লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বুধবার ২১ আগস্ট ডিসি অফিসের সহকারী কমিশনার ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌসি শিউলি, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিকশন( পি বি আই) ইন্সপেক্টর প্রদীপ কুমার রায় সঙ্গীয় ফোর্স ও স্থানীয় পুলিশের সহায়তায় প্রায় পাঁচ মাস পর ডিজিস্টের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গত ২৪ মার্চ ২০২৪ দিনাজপুরের কাহারোল উপজেলাধীন কান্তনগর গ্রামের দরিদ্র আবু তাহের এর স্ত্রী অন্তঃসত্ত্বা আফরিন আক্তার (১৮) বাচ্চা ডেলিভারি করার জন্য কাহারোল দশ মাইল নামক স্থানে স্থাপিত এস এম ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে ভর্তি করেন। সেখানে ডাক্তার ছাড়া ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ওয়ার্ডবয়,নার্স, টি আর সাইট কাটিং এর মাধ্যমে বাচ্চা ডেলিভারি করলে প্রসূতির রক্তক্ষরণ বন্ধ না হলে দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ধামাচাপা ও অর্থের বিনিময়ে সমাধান করার চেষ্টা করে ব্যর্থ হলে, ভুক্তভোগীদের বিভিন্ন হুমকি প্রদর্শন করে।
পরে ঘটনাটি বিভিন্ন পত্রপত্রিকা ও স্যাটেলাইট চ্যানেলে প্রকাশিত হলে দিনাজপুর সিভিল সার্জন তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে ক্লিনিকটির সকল কার্যক্রম সিলগালা করে। কিন্তু ক্ষমতার দাপটে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক পুনরায় সকল কার্যক্রম চালু করে। এ ব্যাপারে আফরিনের ভাই মোঃ ইয়াসিন আলী বাদী হয়ে ২২ এপ্রিল ২০২৪ এস এম ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক সহ পাঁচজনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন এবং ডিজিস্টের লাশ উত্তোলন ও ময়না তদন্তের জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করলে বিজ্ঞ আদালত তার আবেদন মঞ্জুর করে লাস্ট উত্তরণ প্রক্রিয়া সম্পন্ন করেন।
ভুক্তভোগী আবু তাহের ও এলাকার স্থানীয় জনতা এসএম ক্লিনিক বন্ধসহ ভুয়া চিকিৎসা প্রদানের নামে সাধারণ মানুষের সর্বস্বান্ত করার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
Leave a Reply