জহিরুল ইসলাম,রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি : আশ্রয়ণের অধিকার”শেখ হাসিনার উপহার “এ প্রতিপাদ্য “কে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় ৫ম ধাপে নতুন করে জমি ও ঘর পাচ্ছে ৮১টি পরিবার,আগামী ১০ই জুন আনুষ্ঠানিকতার মাধ্যমে নির্মিত ঘরগুলো বুঝিয়ে দেওয়ার কার্যক্রম এর শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবিষয়ে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন এর সভাপতিত্বে ৬জুন (বৃহস্পতিবার) দুপুরে সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন লিখিত প্রেস রিলিজ এর মাধ্যমে বলেন প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের এ প্রকল্পটিতে মুজিব বর্ষ উপলক্ষে সংযোজন করা হয়েছে ৪০০বর্গফুট আয়তনের ২কক্ষের বিশিষ্ট সেমিপাকা একক গৃহ,এই ঘরে সুপরিসর ২টি কক্ষের সামনে টানা বারান্দা এবং পেছনে রয়েছে রান্না ঘর ও স্বাস্থ্য সম্মত স্যানিটারি ল্যাট্রিন, বিনামুল্যে বিদুৎসংযোগের পাশাপাশি পুনবার্সিতদের জন্য রয়েছে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা,স্থাপিত প্রকল্পে গ্রামগুলোতে সুনির্দিষ্ট দৃষ্টিনন্দন লে -আউটের মাধ্যমে অভ্যন্তরীন রাস্তা কমিউনিটি সেন্টার পুকুর খেলার মাঠ প্রভৃতি নিশ্চিত করা হয়েছে।
ইউএনও মমতা আফরিন আরো জানান, আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় সারাদেশে ৫ম ধাপে নির্মিত গৃহসমূহের হস্তান্তর কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১০ই জুন ২০২৪ইং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন,রামগড়ে ইতিপূর্বে আশ্রয়ণ প্রকল্প ২ আওতায় ১ম২য়৩য় ও ৪র্থ পর্যায় মোট ৫৪১টি গৃহহীন ভূমিহীন পরিবারকে গৃহ প্রদা ন করা হয়েছে।এর মধ্যে রামগড় পৌরসভায় ৮৬টি,রামগড় ইউনিয়নে ২৩৮টি, পাতাছড়া ইউনিয়নে ২১৭টি গৃহ নির্মাণ করা হয়েছে। এবার ২০২৩-২৪অর্থবছরে ৫ম ধাপে রামগড় উপজেলায় ৮১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্যে গৃহ নির্মাণকাজ শতভাগ শেষ হয়েছে,৫ম ধাপে মোট ১৭০টি গৃহের মধ্যে আমরা পেয়েছি পৌরসভায় ৬৯টি রামগড় ইউনিয়নে ৫৫টি এবং পাতাছড়া ইউনিয়নে ৪৬টি গৃহ, আর এসব ঘরের কাজ শতভাগ শেষ করা হয়েছে সকলকে ধন্যবাদ।
এসময় প্রেস ব্রিফিং এ রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা সহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply