দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা – কর্মচারী কল্যান পরিষদের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। এতে ভোগান্তিতে পড়েছে সেবা প্রত্যাশিরা।
গতকাল সকাল ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ও আজ মঙ্গলবার একই সময় ধরে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে ব্যানার হাতে এই কর্মবিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। অফিসে হাজির থাকলেও অফিসের সকল কার্যক্রম বন্ধ ছিল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোমিনুর রহমান বলেন, দূর্যোগ ব্যবস্হাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা পদে উন্নিতকরন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদে উন্নিতকরন, সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদের নাম পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি বা নিয়োগের মাধ্যমে পূরনের দাবিতে আমরা কর্মবিরতি পালন করছি। আমরা আগামী ১৫ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করবো।
Leave a Reply