খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে নানা কর্মসূচি"র মধ্য দিয়ে ১৫ আগস্ট,জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ২০২২ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট (সোমবার) সকাল ১০.৩০ঘটিকার সময় রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার,রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল,রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার মোহাম্মদ মফিজুর রহমান।
এছাড়াও সভায় রামগড় উপজেলার সরকারি -বেসরকারি দপ্তরে পদস্থ কর্মকর্তা,বীর মুক্তি যোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, শিক্ষক,শিক্ষার্থী, সহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে সকাল ৯.৪০ মিনিটে বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামীলীগ,রামগড় পৌরসভা সহ বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। এবং বাদ যোহরের রামগড় উপজেলার সকল মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম