আলী জাবেদ মান্না ,বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা চালিত গাড়ি জব্দ করেছে পুলিশ। (১১ ফেব্রুয়ারি) শনিবার সকালে মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ী ও একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর দিক নির্দেশনায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনিক চন্দ্র দেব সহ সংগীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে শনিবার সকালে মাধবপুর উপজেলার শাহাজাহান ইউনিয়নের নোয়াপাড়া -টু- শাহপুরগামী রাস্তার রতনপুর ব্রীজের দক্ষিণ দিকে আবুল হোসেনের স-মিলের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ মিয়া(২৮) কে ৫৬ কেজি গাঁজাসহ একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করে পুলিশ।
ঘটনাার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে ও ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply