আলী জাবেদ মান্না,বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে নকল কীটনাশক বিক্রির দায়ে আনোয়ার হোসেন (৪৭) নামে এক ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আনোয়ার যাত্রাপাশা গড়পাড় গ্রামের মৃত রজব উল্লাহর ছেলে। (২২ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে বানিয়াচং উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, ‘দীর্ঘদিন যাবত আনোয়ার হোসেন নকল কীটনাশক বিক্রি করে আসছিলেন। গত বছর এমন অভিযোগের সত্যতা পেয়ে আর্থিক জরিামানা করে সতর্ক করেছিলাম।
এরপরও নকল কীটনাশক বিক্রি করে কৃষকদের সাথে প্রতারণা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪১ ধারায় তাকে ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম