আলী জাবেদ মান্না, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুরে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী। গতকাল (১৫ ডিসেম্বর) বিকেলে মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের রেনু মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক নয়ন মিয়া (৩৭) ও একই উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামের মহারাজ মিয়ার ছেলে ফটিক মিয়া (৪১)।আহতরা হলেন- অসিম (৪০), রিপন (৩৩) ও প্রদীপ (৩৬)। তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
Leave a Reply