দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বিএনপি নেতারা যুক্তি বোঝেননা, যুক্তি মানেনও না। যেখানে যুক্তি মানেন না সেখানে মানুষের সবচেয়ে দুর্বল জায়গা ধর্মকে ব্যবহার করার চেষ্টা করে। তাই ধর্মকে যেন কেউ পুজি করে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তৃণমূল পর্যায়ে মুক্তিযুদ্ধের চেতনার মানুষকে সংগঠিত হতে হবে এবং স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতি সমৃদ্ধির একমাত্র রূপকার জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে বলেই বাংলাদেশ আজ এই সাফল্য অর্জন করেছে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (২৭ জুলাই ২০২২) বিকেলে কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক সুকুমার রায়, ২ নং রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. আনোয়ার হোসেন।
এর আগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী, আনন্দ র্যালী ও কেক কাটেন এমপি গোপাল।
Leave a Reply