মানিকগঞ্জের সাটুরিয়ায় ১০ম শ্রেণির এক ছাত্রকে (১৬) লোকালয়ে ডেকে নিয়ে ফেলে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে স্থানীয় বখাটেরা। উক্ত ঘটনায় জড়িত আটজনের নাম উল্লেখ করে রোববার (৭ আগস্ট) দুপুরে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রের বাবা মজিবর রহমান।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের মহিষালোহা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, উপজেলার ধানকোড়া ইউনিয়নের মহিষালোহা গ্রামের নুরুল ইসলামের ছেলে লিটন হোসেন(২০), কাজু মিয়া ছেলে ইমরান হোসেন (২১), খোরশেদ আলমের ছেলে খবু মিয়া(২২), চিনু মিয়ার ছেলে আমিনুর রহমান(২২), মৃত. হাফিস উদ্দিনের ছেলে আ: আজিজ(৫০), গজন মিয়া ছেলে মো: শাহা(৪৫), কাশিম আলী(২২), চানমিয়ার ছেলে সেলিম মিয়া(২০)।
ভুক্তভোগী সিয়াম হোসেন ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রামের মজিবর রহমানের ছেলে। সে সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের মহিষালোহা জব্বারিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলের বন্ধুদের আমন্ত্রণে সেদিন রাতে গান শুনতে ওই এলাকায় যায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এ সময় তুচ্ছ ঘটনায় পূর্ব শত্রুতার জেরে তাকে আড়ালে ডেকে নেয় অভিযুক্তরা। পরে তাকে কথায় কথায় একটি সবজি ক্ষেতের কাছে নিয়ে অতর্কিতভাবে কিল-ঘুষি, লাথি মারতে মারতে মারধর শুরু করে। একপর্যায়ে ২-৮ নং অভিযুক্ত লোহার রড ই কাঠের বাটাম দিয়ে তার ওপর এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এছাড়া ১নং অভিযুক্ত চাপাতি দিয়ে তার মাথা, কপালো পিঠ ও দুই হাতে কোপায়। এ সময় ভুক্তভোগীর ডাক চিৎকারে অন্যরা এসে তাকে উদ্ধার করলে অভিযুক্তরা তাকে ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ভুক্তভোগীকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম