পরিবার কার্ডের মাধ্যমে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চলতি সেপ্টেম্বর মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু করেছে। এর আগে শোকাবহ আগস্টের মাসজুড়েই সাশ্রয়ী মূল্যে এই বিক্রয় কার্যক্রম চালিয়েছিল সংস্থাটি।
রোববার সকালে সুনামগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের পশ্চিম হাজীপাড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ইমরান শাহরিয়ার,এ সময় উপস্তিত ছিলেন ৮নং ওয়ার্ডের স্থানীয় ময়মুরুব্বি ও বিভিন্ন গণমাধ্যম কর্মী ।
ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ দফায় পরিবার কার্ডধারী একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল পাবেন।সারা দেশে পরিবার কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবার এই সুবিধা পাবে। পণ্য নিতে যেতে হবে নির্ধারিত পরিবেশক দোকানে। এখন টিসিবি ট্রাকে বিক্রি বাদ দিয়ে সারা দেশে নিয়োগকৃত পরিবেশকদের মাধ্যমেই পণ্য বিক্রি করে থাকে। বিশৃঙ্খলা দেখা দেওয়ায় সরকার টিসিবির ট্রাকে করে পণ্য বিক্রি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম