বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে এসএটিভি’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে কেক কাটা ও আলোচনার মাধ্যমে জন্ম দিন পালন করা হয়।
এসএটিভি সুনামগঞ্জ প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে দৈনিক মুক্তখবর ও দি বাংলাদেশ টুডে’র জেলা প্রতিনিধি একে মিলন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোহন মিনজি, শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সহ-সভাপতি শওকত আলী, মোহনাটিভি জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, মাইটিভি জেলা প্রতিনিধি আবু হানিফ, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, এনামুল কবির মুন্না প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাথে আছি সব সময় শ্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ট সংবাদ ও বিনোদন প্রচার করে এসএটিভি ১০টি বছর পেরিয়ে ১১ বছরে পা দিয়েছে। এসএটিভির জন্ম দিনে এসএ টিভির পরিবারের সবাইকে জন্ম দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এর পথচলা আরও দৃঢ় প্রত্যশা কামনা করেন।
Leave a Reply