আলী জাবেদ মান্না ,বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে আর্ত মানবতার সামাজিক সংগঠন রাকিব আলী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ২ বছর পূর্তি উপলক্ষে মানব সেবায় প্রবাসীদের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৪ ফেব্রুয়ারী) শুক্রবার বিকাল ৪ টায় রাকিব আলী মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে গোল্ডেন ভিউ স্কুলের মাঠে ফাউন্ডেশনের সহ-সভাপতি জাহির আলীর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক সাংবাদিক শাহ এস এম ফরিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, জালালপুর ক্বাসীমুল উলুম মাদ্রাসা মুহতামীম মাওলানা বাহা উদ্দিন, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী সুন্দর আলী, যুক্তরাজ্য প্রবাসী গীতিকার শাহ দিলাওয় আলী। স্বাগত বক্তব্য দেন রাকিব আলী ফাউন্ডেশন এর সেচ্ছাসেবক ও যুবলীগ নেতা কয়ছর রশিদ।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা আব্দুল বারিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিলেটের ডাক পত্রিকার প্রতিনিধি রাকিল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি আশাহিদ আলী আশা, জগন্নাথপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি গোলাম সারোয়ার প্রমুখ।
এ সময় সংবাদকর্মী রুম্মান আহমদ, রাহুল মিয়া সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply