আলী জাবেদ মান্না , বিশেষ প্রতিনিধি : সিলেট নর্থ ইস্ট নার্সিং কলেজের ছাত্রী সমাপ্তি রায় (১৯) বিষপানে ‘আত্মহত্যা’ করেছেন। (৩১ মার্চ) শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টায় সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।সিলেট নর্থ ইষ্ট নার্সিং কলেজের ছাত্রী সমাপ্তি রায়ের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বানিয়াচং উত্তরপাড়ার কালাবাসী বৈষ্ণবের মেয়ে। নর্থ ইস্ট নার্সিং কলেজের হোস্টেলে থেকে তিনি পড়ালেখা করতেন।
সূত্রে জানা যায় , হোস্টেলে নিজ কক্ষে বিষপান করেন সমাপ্তি রায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কী কারণে সমাপ্তি এভাবে জীবন সংহারের পথ বেছে নিয়েছেন তা এখনও জানতে পারেনি পুলিশ কিংবা কলেজ কর্তৃপক্ষ।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে বলেন, সমাপ্তি রায়ের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Wow, awesome blog format! How lengthy have you been running a blog for?
you make blogging glance easy. The entire look of your
web site is fantastic, as neatly as the content! You can see similar: dobry sklep and here sklep online