ফখরুল হাসান স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশের বারুহাসে গভীর রাতে অভিযান চালিয়ে নাশকতা মামলায় বিএনপির দুইজন নেতাকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
সোমবার (১৮ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বারুহাস গ্রাম থেকে ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের আহবায়ককে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বারুহাস ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি ও ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ আল আমিন সেখ।
গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক ওসি মোঃ নজরুল ইসলাম। তিনি জানান আটককৃতরা নাশকতা মামলার আসামি। আজ মংগলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এ প্রসংগে তাড়াশ উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান টুটুল জানান ইউনিয়ন বি এন পির নাম মিথ্যা নাশকতার গায়েবি মামলায় আটক করে হয়রানি করা হচ্ছে।
Leave a Reply