মোঃ আলআমীন(সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জ র্যাব -১২ সদর কোম্পানি ও র্যাব-১, সিপিএসসি গাজীপুরের যৌথ অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার তাড়াশের চাঞ্চল্যকর হত্যাকান্ডের প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার।এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায়
গত ০২-০১-২০২৪ ইং রাত১০.০০ ঘটিকার সময় র্যাব-১২, সদর কোম্পানি ও র্যাব-১, সিপিএসসি গাজীপুরের যৌথ আভিযানিক দল ‘‘গাজীপুর জেলার কাপাসিয়া থানার দুস্য নারায়নপুর এলাকায়’’ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জের তাড়াশে চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনার এজাহারনামীয় ০২ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিগণ ১।মোঃ আরিফুল ইসলাম (২৮), পিতা- মোঃ নজরুল ফকির, ২। মোঃ নজরুল ফকির (৪৮), পিতা- মৃত ইসমাঈল ফকির, সর্ব সাং- ভাটারা, থানা- তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ।
সূত্রে জানা যায় যে,আসামিদের সাথে বাদী মোঃ জহির উদ্দীন এর পরিবারের পারিবারিক কলহ ছিল। সেই শত্রুতার জেরে গত ০৮-০১-২০২৪ ইং. তারিখে আসামিগণ পূর্বপরিকল্পিতভাবে মোঃ জহির উদ্দিনের স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী ও মা’কে বাঁশের লাঠি, লোহার রড, সাবল প্রভৃতি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে ফোলা জখম করে। প্রতিবেশীরা সবাইকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। ভিকটিম ফাতেমা বেগম (৬০) এর শারীরিক অবস্থা বেশি খারাপ হলে তাকে জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম ফাতেমাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত আসামিদেরকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply