মোঃ আল-আমীন(সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জ র্যাব-১২ এর অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন এলাকা থেকে কিশোর গ্যাংয়ের মুলহোতাসহ ০২ জন গ্রেফতার। মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিকনির্দেশনায়
আজ সকাল ৭.০০ ঘটিকায় র্যাব-১২ ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সয়া ধানগড়া এলাকায় অভিযান পরিচালনা করার মাধ্যমে কিশোর গ্যাংয়ের মুলহোতাসহ ০২ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মাছুমপুর ঈদগাহ মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাংবাদিক আব্দুল হামিদের দুই ভাগ্নে মোঃ রানা আহমেদ (২৫) ও ঐশ্বর্য শেখের (২১) কথা কাটাকাটি ও ঝগড়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরের দিকে সয়াধানগড়া মহল্লার কিশোর গ্যাংয়ের লিডার কামাল হোসেনের নেতৃত্বে ১৫-২০ জনের সন্ত্রাসী রামদা, ছুরি, লোহার রড, লাঠি ইত্যাদি দেশি অস্ত্র নিয়ে আব্দুল হামিদের বাড়িতে হামলা চালিয়ে শক্তির মহড়া প্রদর্শন করে। তারা আতঙ্ক সৃষ্টি করে বাসায় ব্যাপক ভাঙচুর করে।
এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ সময় সাংবাদিক হামিদের স্ত্রী সাফিয়া খাতুন, বোন বীর মুক্তিযোদ্ধা রাহেলা খাতুন ও বীর মুক্তিযোদ্ধা মাহেলা বেগম এগিয়ে আসলে তাদেরও মারপিট এবং অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় রাতে সাংবাদিক আব্দুল হামিদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লায় কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাদের কারণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
গ্রেফতারকৃত আসামিদের নাম মোঃ কামাল হোসেন (৩০), পিতা-মৃত আনসার আলী সেখ, ২। মোঃ ইমরান (২২), পিতা- মোঃ লুৎফর রহমান লুতু, উভয়ের সাং- সয়া ধানগড়া মধ্যপাড়া, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ২০০২ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Wow, amazing weblog format! How long have
you ever been blogging for? you made running a blog glance easy.
The overall look of your site is excellent, let alone the
content! You can see similar: dobry sklep and here sklep online