মোঃ আল-আমীন ক্রাইম রিপোর্টার সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ র্যার-১২’র অভিযানে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন এলকা হতে ৯৯০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সিরাজগঞ্জ র্যাব ১২এর মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় (১৯ ডিসেম্বর). মঙ্গবার বিকাল ৫.৩০ ঘটিকায় র্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী এলাকাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় খামার বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৯০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাহার সাথে থাকা মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি থ্রী-হুইলার সিএনজি এবং ০১ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ সোহেল রানা (৩৭), পিতা-মোঃ মকবুল হোসেন, সাং-আশোকলা, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়া।
জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে বগুড়া জেলাসহ বিভিন্ন জেলায় মোবাইলে যোগাযোগের মাধ্যমে তার ব্যাক্তিগত সিএনজি যোগে মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / মোবাইল : ০১৭৮৫৪৬৫৩৬০ ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম