সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলাধীন কাজীপুর উপজেলার মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা হক বহিষ্কার। এই বিষয়ে সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্নার সাথে কথা বলে জানা যায়, সুলতানা হক বেশ কিছুদিন যাবত দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন এলাকায়।
এ বিষয়ে দলের কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি,বরাবর এলাকার লোক জন একটি চিঠি প্রদান করে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ও দলের সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়।
গত ২৬/০৭/২৩ ইং তারিখে বহিষ্কারের চিঠি সুলতানা বরাবর প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করে লেখা আছে সাধারণ সম্পাদক ও প্রাথমিক সদস্যপদ হইতে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি জানান দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার দায়ভার দল নেবে না এবং তার বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করে তাকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply