জামায়াত বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফা অবরোধের প্রথমদিন রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়'করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের ৩ নেতাকে আটক করেছে পুলিশ।
(৫ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া মডেল থানার(ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৪ ডিসেম্বর) রাতে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলো,উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন বিএনপির সদস্য ফরমান আলী (৩৬), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোকদম হোসেন (৪৪) ও দুর্গানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুর মোহাম্মদ (২৪)।
মুঠোফোনে (ওসি) নজরুল ইসলাম জানান,রবিবার রাতে উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় অবরোধ সমর্থকদের ঝটিকা মশাল মিছিল থেকে ওই কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার ঘটনায় করতোয়া কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে অজ্ঞাতনামা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় তাদের আটক করা হয়েছে। আটকৃতদের নামে আরো কয়েকটি নাশকতার মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম