মোঃ ফখরুল হাসান স্টাফরিপোটার (সিরাজগঞ্জ ): সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মিজানুর রহমান নামের একজনের মৃত্যু হয়েছে ।
নিহত ব্যক্তি হলেন উপজেলা মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামের মকুল হোসেনের ছেলে মোঃ মিজানুর রহমান (১৭)।এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি তদন্ত নুরে আলম।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তাড়াশ পৌরসভার সাব রেজিস্ট্রার অফিসের সামনে সাব্বির রহমানের নির্মাণাধীন বাসায় সেফটি ট্রাংকে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাঁকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা:সিরাজুম মুনিরা জুঁই জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
Leave a Reply