সাড়া দেশের ন্যায় তাড়াশ উপজেলায় আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ২৯ হাজার শিশুকে সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র থেকে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনোয়ার হোসেন।
আজ ১০ ডিসেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের এ্যাডভোকেসি সভায় এ কথা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনোয়ার হোসেন।
তিনি আরো বলেন, তাড়াশ উপজেলার ৮ ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ১শ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ২৬ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে মোট ৩শ ৮৬ জন স্বেচ্ছাসেবী, ১শ বিরানব্বই কেন্দ্রে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে কাজ করবে।
ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসার আগে শিশুকে ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে এবং ৬ মাসের কম বয়সী এবং ৫ বছরের বেশি বয়সী ও অসুস্থ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, তাড়াশ থানার ওসি তদন্ত মো. নুরে আলম, তাড়াশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. শামিউল হক শামীম, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মো. আলামিন হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম