বার্তা ডেস্ক:
এ মাসেই সারাদেশে বড় ধরনের শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এর প্রভাব পড়বে রাজধানী ঢাকাতেও। ঘন কুয়াশার সঙ্গে বাতাস থাকার কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীবাসিকে। সকালে ঘন কুয়াশা আর মেঘের আড়ালে ঢাকা সূর্য। তবে থেমে থাকেনি কর্মজীবী মানুষের চলাচল।
চাকরিজীবীরা নির্ধারিত সময়েই বেরিয়ে পড়েছেন রাস্তায়। তবে খেটে খাওয়া মানুষের পোহাতে হচ্ছে বেশি দুর্ভোগ। শীতবস্ত্রের অভাবে জবুথুবু অবস্থা তাদের। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলছেন, রাজধানীতে এমন অবস্থা থাকবে আরো দু-একদিন। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
গেল কয়েকদিনের মতোই দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। তারওপর কনকনে হিমেল বাতাস। শীতে জুবুথুবু অবস্থা সাধারণ মানুষের। সবচেয়ে বিপাকে ছিন্নমূল, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটছে তাদের।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম