আলী জাবেদ মান্না , বিশেষ প্রতিনিধি : দেশের ৩৯ হাজার ৩৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে ৭টি জেলার সব উপজেলাসহ মোট ১৫৯টি উপজেলাকে ( ২২মার্চ ) বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বুধবার ২২মার্চ সকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৭০ টি পরিবারের মধ্যে দলিল হস্তান্তর করেন হবিগঞ্জ জেলা এডিসি মিন্টু চৌধুরী। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার সভাপতিত্বে ও পজিব কর্মকর্তা শাকিল আহমদ পরিচালনায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার এডিসি মিন্টু চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডাক্তার আব্দুস সামাদ,নবীগঞ্জ উপজেলার সাবেক মেয়র অধ্যাপক তোফাজুল ইসলাম চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার হিমেল, হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সেলিম তালুকদার এবং ইউপি চেয়ারম্যানগন , সাংবাদিক ,সামাজিক , রাজনৈতিক ব্যক্তিগন ,।
এরইমধ্যে ১ম পর্যায়ে ১১০টি, ২য় পর্যায়ে ৬০টি ও ৩য় পর্যায়ে ৩৫৫টি গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার ২২মার্চ ২৭০ টি ঘর হস্তান্তর করা হয়। প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এডিসি মিন্টু চৌধুরী, সারাদেশের ধারাবাহিকতায় ১৫৯টি উপজেলা মধ্যে আজ নবীগঞ্জ উপজেলা ভূমি-গৃহহীনমুক্ত। জাতির পিতা স্বপ্ন দেখতেন সোনার বাংলার প্রতিটি মানুষ খুঁজে পাবে নিরাপদ আশ্রয়। এই আশ্রয়ণ প্রকল্প যেন সেই নিরাপদ আশ্রয়ের চূড়ান্ত রূপ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম