নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির আয়োজনে সদরের উল্লাস সিনেমা হল এলাকায় জ্বালানী তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের ঊর্ধ্বগতি ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম ও যুবদলের নেতা শাওন প্রধান হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে সাপাহার উপজেলা বিএনপির আয়োজনে ওই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ),এ্যাডঃ সৈয়দ শাহীন শওকত।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা বিএনপির আহবয়ক তসলিম উদ্দিন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলমের সঞ্চালনায় জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিকী নান্নু, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মামুনুর রহমান রিপন, সাবেক এমপি ডাঃ ছালেক চৌধুরী,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান,সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবদুর নুর, জেলা বিএনপির সাবেক সদস্য মোজাম্মেল হক শাহ চৌধুরী, নুরুল ইসলাম,মোমিনুল ইসলাম,আজিজুর রহমান, সাপাহার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু,সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক মোকলেছুর রহমান মুকুল,শাহ আলম,উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আবদুর রহমান কল্লেøাল, যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল প্রমুখ বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে প্রধান অথিতি বলেন, সরকার ২০১৪ -১৮ সালে ভোট ডাকাতি করে অবৈধভাবে ক্ষমতায় থাকায় সারাবিশ্ব এখন জেনে গেছে এ সরকারের সঙ্গে জনগণ আর নেই। জনগণের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। সারা দেশে প্রতিবাদী জনতার ঢল নেমেছে। তারা আর ভয়ে ঘরে বসে থাকবে না। দেশের জনগন এখন রাস্তায় নামবে। আওয়ামী লীগ আর নিশি রাতে ভোট করতে পারবেনা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম