নওগাঁর সাপাহার উপজেলায় একটি ধান বোঝাই ট্রলি উল্টে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার তিলনা ইউনিয়নের ধনটিপাড়া মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই যুবকের নাম মাহবুবুর রহমান (৩৮)। সে জেলার পত্নীতলা উপজেলার মান্দাইন (কাচরীপাড়া) গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।
বিয়ষটি নিশ্চিত করেছে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সকালে পত্নীতলা উপজেলার মান্দাইন (কাচরীপাড়া) গ্রাম থেকে ট্রলিতে করে ধান বিক্রির জন্য পোরশা উপজেলার শিশা বাজারে নিয়ে যাচ্ছিলেন নিহত মাহবুবুর রহমান ও তার বাবা। এসময় বাবা ড্রইভারের কাছে আর ধান বোঝাই ট্রলির উপরে বসে ছিলেন মাহবুবুর রহমান। পরে ঘটনাস্থলে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মাহবুবুর মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম