বার্তা ডেক্স : চোরাগোপ্তা হামলা করে তফসিল ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, সরকার পতনের ক্ষমতা নেই বিএনপির। আসন্ন নির্বাচনের তফসিলকে ঘিরে শঙ্কা নয়, জনমনে আনন্দ বিরাজ করছে।
বিএনপি, জামায়াত ও সমমনা রাজনৈতিক জোটের ডাকা অবরোধের প্রতিবাদে বুধবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনগুলোর অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধবিরোধী এ অবস্থান কর্মসূচিতে যোগ দেন দলীয় নেতাকর্মীরা।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আন্দোলন করে সরকার পতনের ক্ষমতা নেই বিএনপির। জোর করে বা বাসে আগুন দিয়ে সরকার উৎখাত করা যাবে না। তার মতে, মাজা ভাঙা কোনও দলের আন্দোলন করার ক্ষমতা নেই।
মায়া আরও বলেন, আজকে (বুধবার) তফসিল ঘোষণা হবে। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। তফসিল ঘোষণা হলে নির্বাচনের জন্য তারা প্রস্তুত। আর দু-একটা বাসে আগুন জ্বালিয়ে তফসিল ঘোষণা পেছাতে পারবে না। ঢাকা শহরে আমরা আছি। আনন্দ মিছিল হবে। শত শত জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সর্বস্তরের জনগণ আনন্দ মিছিল করবে।
এর আগে, অবরোধের প্রতিবাদে সকালে বঙ্গবন্ধু এভিনিউতে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনগুলো।
Leave a Reply