সমবায় সমিতির নামে কয়েক হাজার গ্রাহক থেকে ৫০ কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক খন্দকার আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, প্রতারক আজাদ সারা দেশের কয়েক হাজার গ্রাহক থেকে প্রায় ৫০ কোটি টাকা একটি চক্রের মাধ্যমে আত্মসাৎ করে। ২০০৩ সালে কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রা শুরু করে ‘জনতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’। আসামি আজাদ প্রতিষ্ঠানটির শুরু থেকেই ১৮ থেকে ২০ শতাংশ হারে মুনাফার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা জামানত হিসেবে জমা রাখে। আজাদের নামে ৬০টি মামলার মধ্যে ৩৬টিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
Leave a Reply