বিশেষ প্রতিনিধি :
সত্যের পথে প্রতিদিন এই স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলা,জেলা,বিভাগ,সিটি ও রাজধানী সহ দেশের সব জায়গায় মোট ৭০০ জন প্রতিনিধি নিয়ে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, বাংলাদেশের জনপ্রিয় অন্যতম অনলাইন পত্রিকা দৈনিক ক্রাইম তালাশ। যাহা ২০২২ ইং এর প্রথম দিকে মাত্র ৫জন সাংবাদিক নিয়ে কাজ শুরু করেছিলেন দৈনিক ক্রাইম তালাশ পরিবার।বস্তু নিষ্ট সংবাদ ও ন্যায়ের পক্ষে থাকায় খুব দ্রুত দেশের প্রায় সংখ্যক পাঠকগণের মন কেড়ে নিয়েছে এই গণমাধ্যম অনলাইন পত্রিকা। দৈনিক ক্রাইম তালাশ এ চলমান রয়েছে অনলাইন,ই-পেপার,ইউটিউব চ্যানেল, এ্যাপ,ফেসবুক পেইজ, কলার টিউন,কর্পোরেট সিম, প্রতিনিধিদের ২৪ ঘন্টা সেবা দানে রয়েছে অফিসিয়াল হেল্প লাইন নাম্বার।আমরা সুনামের সাথে বাংলাদেশের সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরা আমাদের মূল লক্ষ্য।আমরা দেশ ও দেশের মানুষকে ভালবাসি দেশেও মানুষের সেবা করাটা আমাদের অনুপ্রেরণা যাগায় আমরা সর্বদা দেশের আইন মেনে চলার চেষ্টা করি আমরা আইনের প্রতি শ্রব্ধাশীল আমরা আইনে বিশ্বাসী।আমাদের মূল লক্ষ সারা-বাংলাদেশর সঠিক নিতিবাণ সাংবাদিকদের নিয়ে কাজ করা এবং হলুদ সাংবাদিকদের প্রতিহত করা। দৈনিক ক্রাইম তালাশ এর সাংবাদিকরা আরও বলেন সম্পাদক ও প্রকাশকঃ মাহামুদুল কবির (নয়ন) সাংবাদিকদের এক ভার্চুয়াল জুম মিটিং এ বলেন দৈনিক ক্রাইম তালাশ এর সকল প্রতিনিধি সাংবাদিক ভাই ও বোনেরা আমরা সবাই একই পরিবারের সদস্য একে অন্যের সূখ_দুঃখের সাথী আমাদের দৈনিক ক্রাইম তালাশ পরিবারের বাংলাদেশ যে কোন স্থানের যে কোন প্রতিনিধির উপর অন্যায় ভাবে হামলা,মামলা,ক্ষমতার অপ_শক্তির প্রতিবাদে ২৪ ঘন্টার মধ্যে যে কোন সময় আমার সাথে যেগাযোগ করতে পাড়েন। আমরা সবাই একতা বন্ধ অবস্থায় অন্যায়ের প্রতিবাদ করব এ কথা বলে ভার্তুয়াল মিটিং শেষ করেন।
Leave a Reply