শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে কার্পেটিং রাস্তা কাটে পাইপ বসিয়ে মেঘনা গ্রুপ ফ্যাক্টরি বর্জ্য স্থানিয় উড়িয়াদি খালে ফেলার কাজে এলাকাবাসীর বাঁধা। এসময় কয়েক জনের উপর হামলার ঘটনায় কায়েতপাড়া-বাউনি বাজার আঞ্চলিক সড়কে বিক্ষোভ করেছে শতাধিক নারী পুরুষ। এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও শ্রীপুর থানায় তিন জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন মোশারফ হোসেন।
০৪ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের মেঘনা ফ্যাক্টরির সামনে বাপ্পি নামের এক যুবক মারধর করার অভিযোগ উঠে স্থানিয় বিএনপি নেতা এমদাদ প্রধানের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ২৭ নভেম্বর বিকেল ৩টার দিকে কায়েতপাড়া-বাউনি বাজার সড়কের খনন কাজ শুরু করে। পাকা রাস্তার ক্ষতি হচ্ছে দেখে এলাকাবাসী বাঁধা প্রধান করে। এসময় ফ্যাক্টরি পক্ষে ভাড়াটে লোকজন গিয়ে এলাকার লোকজনদের মারধরের হুমকি প্রদান করে। পরে ৪ ডিসেম্বর সকালে ফ্যাক্টরি পাশে বাপ্পিকে মারধর করে।খবর পেয়ে স্থানিয়রা প্রতিবাদ করিলে তাদেরকে বিভিন্ন হুমকি প্রদান করে।
এ ব্যপারে এমদাদ প্রধান বলেন, আমি সারাদিন গাজীপুরে ছিলাম।এসব ব্যপারে আমি কিছুই জানিনা।
এব্যপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম