শেরপুরে কিশোরীদের আত্মরক্ষামুলক দক্ষতা উন্নয়নের লক্ষে অনুষ্ঠিত তিনমাস মেয়াদী সোতোকান কারাতে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
২৮ আগস্ট রবিবার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ইনডোরে প্রশিক্ষনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত। শিক্ষক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে মহিলা পরিষদ নেত্রী আইরীন পারভীন, শিক্ষক আবু তারেক, অভিভাবক লায়লা আর্জুমান, প্রশিক্ষক সানোয়ার হোসেন, প্রশিক্ষণার্থী তরী রাণী রায় প্রমুখ বক্তব্য রাখেন।
নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি জেলা প্রশাসন, আইইডি এবং জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় সপ্তাহে ৪ দিন করে এ সোতোকান কারাতে প্রশিক্ষণের আয়োজন করে। এতে শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থী সফলভাবে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করায় তাদেরকে সনদপত্র প্রদান করা হয়। এতে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সোতোকান ব্ল্যাক বেল্ট ড্যান-ওয়ান মো. ছানোয়ার হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম