মো :মামুন লালমোহন প্রতিনিধি : বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী পদক্ষেপে দেশের শিক্ষাখাত এখন সমৃদ্ধ বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
মঙ্গলবার সকালে ভোলার লালমোহনের সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য বলেন, 'বর্তমান সরকার শিক্ষার্থীদের বছরের শুরুতে বিনামূল্যে নতুন পাঠ্যবই দিচ্ছে। যা সরকারের একটি অনন্য উদ্যোগ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যানগিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান মিলনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম