স্টাফ রিপোর্টার : বর্তমানে সরকার দেশের সাংবাদিকদের উন্নয়নের জন্য অনেক কার্যক্রম করে যাচ্ছে। যা অতিতে কোনো সরকার করে নি।
স্তনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষ তথ্য পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহবান জেলা পুলিশ বিভাগের ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসান টিপু। গণমাধ্যম ও গণমাধ্যমকমীদের জন্য সংবাদের বস্তনিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সাংবাদিকদের লেখনির মাধ্যমে জনমত গঠিত ও প্রভাবিত হয়। আশা করি আপনারা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সবাই কাজ করে যাবেন। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসান টিপু , ঝিনাইদহ প্রেসক্লাবের সম্মানিত সদস্যবৃন্দকে সংবাদ পরিবেশনে সতর্কতা অবলম্বনের আহবান জানিয়েছেন।
কারোর পাঠানো ভুল ও অসত্য সংবাদ পরিবেশন করে সমাজে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যাপারে নজর রাখার পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের ও আহবান জানান।
Leave a Reply