লালমোহন (ভোলা) প্রতিনিধি : লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজ থেকে ১২টি পুরস্কার অর্জন করে। মোট ২৭টি পুরস্কারের মধ্যে ১২টি পুরস্কার অর্জন এক প্রতিষ্ঠানের জন্য সর্বাধিক।
উপজেলা পরিষদ হলরুমে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মাননীয় এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজ এর পুরস্কার বিজয়ীরা হলেন প্রাথমিক পর্যায়ে 'চিত্রাংকন বিভাগে' ২য় আদিবা দিল তাইয়্যেবা (৩য় শ্রেণি), ৩য় শিফা রহমান (৫ম শ্রেণি)।
মাধ্যমিক পর্যায়ে 'বঙ্গবন্ধুর ভাষণ' বিভাগে ১ম মো. নাফিছুর রহমান। 'কবিতা আবৃত্তি' বিভাগে ২য় তাসনিম হোসেন তানহা (৯ম শ্রেণি), ৩য় মো. মাছুম বিল্লাহ (১০ম শ্রেণি)। 'চিত্রাঙ্কন বিভাগে' ১ম রুহানা আমরিন ফিমা (৯ম শ্রেণি), ২য় তানহা আলম মমো (৯ম শ্রেণি)।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে 'বঙ্গবন্ধুর ভাষণ' বিভাগে ১ম সাবিকুন্নাহার ফারিয়া (একাদশ), 'কবিতা আবৃত্তি' বিভাগে ১ম নূজহাত জামান সেতা (একাদশ), ২য় রেহনুমা ইসলাম (একাদশ)। 'চিত্রাঙ্কন বিভাগে' ১ম অন্তরা আক্তার (একাদশ), ২য় মো. রনি (একাদশ)।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম