আফতাব উদ্দিন সুনামগঞ্জ প্রতিনিধি :
বিপিএল এর ফ্রানচাজি সিলেট স্ট্রাইকার্স কতৃক আয়োজিত পেসার হান্টে উত্তীর্ণ হয়ে সিলেট স্ট্রাইকার্স টিম এর নেট বোলার হিসেবে সফলভাবে অন্তর্ভুক্ত হওয়ায় সংবর্ধনা দিয়েছে মহিম রয়েল ক্রিকেটর্স।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের নিলপুর বাজারে জাতীয় পার্টির অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিহাব বলেন, আমি আপনাদেরই ভাই বাতিজা,আপনাদের দোয়ায় ৭৫০ প্রতিযোগীর মধ্য আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং আমার কোচ, টিম ম্যানেজার, মা, বাবা, ও জাতীয় দলের সফল খেলোয়ার নাসুম ভাইয়ের সহযোগিতায় এবং আপনাদের দোয়াও ভালোবাসায় সফল ভাবে উত্তীর্ণ হতে পেরেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো খেলে আপনাদের সুনামগঞ্জের সম্মান বৃদ্ধি করতে পারি। তিনি আরও বলেন ”আমি উত্তীর্ণ হওয়া মানে সংবর্ধনা নেওয়া নয়, সংবর্ধনা পাওয়া মানে দায়িত্ব নিয়ে খেলা এবং আপনাদের মন জয় করা এখন আমার একটি দায়িত্ববোধ, কর্তব্যবোধ এর মাঝে পরে।”
গত ২৭ ডিসেম্বর সিলেট স্টাইকার্স কতৃক আয়োজিত পেসার হান্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭৫০ প্রতিযোগীর মধ্য ১৪ সেরা বলার বাছাই করা হয় ৪ জনকে অপেক্ষামান রেখে বাকি সেরা ১০জন নেট বলার নিয়ে প্র্যাকটিস করছে সিলেট স্ট্রাইকার্স এই দশজনের মধ্য সুনামগঞ্জের একমাত্র নেট বলার হিসেবে উত্তীর্ণ হয় শিহাব।
শিক্ষা ও ক্রিরানুরাগী মহিম তালুকদার বলেন , বিপিএলে সিলেট স্ট্রাইকার্স টিম এর নেট বোলার হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় আমরা খুব আনন্দিত শিহাব আমাদের এলাকার ছেলে আমরা চাই সে ভালো খেলে আমাদের সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করুক।
মহিম রয়েল ক্রিকেটার্সের মালিক মোশাহিদ আলম মহিম তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সহিবুর রহমান, সহ সভাপতি শিরিন মিয়া, লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সুহেল আহমেদ, সুনামগঞ্জ জেলা পল্লীবন্দু পরিষদের যুগ্ম আহবায়ক ও নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি হাকীম আফতাব উদ্দিন, সাবেক ক্রিকেটার হোসেন, লক্ষণশ্রী ইউনিয়নের তরুণ ক্রিকেটার পপলু মিয়া, রিপন, রেজাউল, আরিফ, পাবেল, আরমান, সায়েম, এস এ সাগর, আলীম উদ্দিন, পাবেল, আনিস, রাহেল, মেহেদী সহ এলাকার অর্ধশতক ক্রীড়া প্রেমিক উপস্থিত ছিলেন।
Leave a Reply