মো মামুন চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ২৪ হাজার ৩০০ টাকা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন শশীভূষণ থানা পুলিশ।
গতকাল ১৭ এপ্রিল শুক্রবার রাত ২:৩০ মিনিটের সময় উপজেলার রসুলপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্বাস ওরপে আবু তালেব এর বসত ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শশীভূষণ থানা-পুলিশ এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষন থানার এসআই সোলায়মান, এসআই দীপাংকর কর্মকার, এসআই সাজিদুল ইসলাম, এসআই শাহজা- লাল রাঢ়ী ও সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান চালিয়ে (৫০০) গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ২৪ হাজার ৩০০ টাকা সহ রসুলপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের মৃত নুরুল হক সরদারের ছেলে আব্বাস ওরপে আবু তালেব কে তার বসত ঘর থেকে আটক করা হয়।
এবিষয়ে শশীভূষন থানা অফিসার ইন চার্জ ম, এনামুল হক পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply