লালমোহন (ভোলা) প্রতিনিধি : মাহে রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার মনিটরিং করেছেন ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।
বুধবার বিকেলে লালমোহন বাজার মনিটরিংয়ে গিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা-প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।
পরবর্তীতে দোকানগুলোতে পণ্যের মূল্য তালিকা না থাকলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন ইউএনও মো. তৌহিদুল ইসলাম। ভোক্তাদের অধিকার রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহম্মদ বেপারী প্রমুখ।
Leave a Reply