লালমোহন (ভোলা) প্রতিনিধি : বিভিন্ন পতাকা উত্তোলনের মাধ্যমে ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা, অলিম্পিক পতাকা এবং স্কাউটস্ পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। এতে ১১টি গ্রুপে ৩৭টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালমোহন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো. হানিফ মাস্টার।
ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজ বাবুলের সঞ্চালনায় এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান মাস্টার, ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, লালমোহন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসা. নাসিমা আক্তার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. তাজিয়া বেগম, সমাজসেবক হযরত আলী, মো. হারুন তরীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply