লালমোহন প্রতিনিধি : লালমোহনে কৃষক লীগ নেতার বসত ঘর জ্বালিয়ে দেয়ার জন্য পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ করেছে দুবৃত্তরা। এ ঘটনায় ঘরের বেশ কিছু আসবাবপত্র এবং একটি মোটর সাইকেল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) রাত ৩ টার দিকে উপজেলার চরভুতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে স্থানীয় কৃষক লীগ সভাপতি আব্দুল মালেকের বসত ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
ঘটনার শিকার আব্দুল মালেক জানান, প্রতিদিনের মত শনিবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পরে। রাত ৩টার দিকে ঘরের সামনের বারান্দার ভিতরে আগুনের কুন্ডলি দেখে বাড়ির লোকজন তাদের জাগিয়ে তোলে। পরে বাড়ির লোকজন পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রন করে ফেলে। এতে ঘরের আসবাবপত্র এবং একটি মোটরসাইকেল ভস্মিভুত হয়।
আব্দুল মালেক জানান, দুর্বৃত্তরা একটি প্লাষ্টিকের পাত্রে পেট্রোল এনেছিল।যার কিছু অংশ ঘরের বারান্দার সামনে রেখে যায়।
এ ঘটনার সাথে জড়িত কাউকে চিহ্নিত করা যায়নি বলে জানান আব্দুল মালেক। আব্দুল মালেক এলাকায় শালিস বিচার করে থাকে। তার ধারণা, এলাকায় শালিস-ব্যবস্থা নিয়ে কেউ মনক্ষুন্ন হয়ে এ ঘটনা ঘটাতে পারে।
Leave a Reply