লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ইয়াবাসহ মো খোকন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ইলিশাকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক খোকন ওই এলাকার আব্দুল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই মো. আউয়াল জানান, খোকন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ইলিশাকান্দি এলাকায় এক ক্রেতার কাছে ইয়াবা বিক্রি করতে যাচ্ছেন খোকন। ওই সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার শরীর তল্লাশি করে ৩০ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটকের পর যুবক খোকনকে থানায় নেয়া হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply