লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরের কাঠপট্টি এলাকার মোট ১৪ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকদের জনপ্রতি ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকদের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনজুর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ এবং প্রেস ক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীনসহ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সোমবার রাত আড়াইটার দিকে লালমোহন পৌরশহরের কাঠপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় পুড়ে যায় ৭টি ব্যবসাপ্রতিষ্ঠান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম