লাভ রেজাল্ট
মো: জাহেদুল ইসলাম আল রাইয়ান
আহারে ভালোবাসার আশা
মিথ্যে না শুনি সব,
প্রেমের দায়ে জ্বলছে জীবন
ভালোবাসা দেয় ডুব।
কারো লাগি হিরে মুক্তা
কারো শেষে মৃত্যুপুরী ,
প্রেমের দায়ে জীবন গেল সংবাদ খুললেই শুনি।
প্রেমের টানে ছাড়ছে ঘর বাড়ি
কত নর-নারী
সল্পতে হচ্ছে পিতা-মাতা
হচ্ছে নানা-নানী।
অন্দ প্রেমে বন্ধ করে
হাজার যুবকের প্রান,
প্রেমের কারণে ছাড়ছে কেউ
উচুমানের সম্মান।
প্রেমের টানে এসে নারী
ইচ্ছেতে হয় ধর্ষণ ,
তাদের দেওয়া অবৈধ সন্তান
জগতের মাঝে হয় বর্ষন।
প্রেম বিরহের লোভ লালসা
সামলে চলো প্রিয়,
কত যুবকের প্রাণ নিয়ে গেলো
নাই কিছু করার।
এক যুবতী হাত ধরেছে
কত পুরুষের দেখ,
বলবোনা আমি
তোমরাই বলো এমন দৃশ্য কি দেখছ।
প্রেমের নামে প্রতারণা
চলে এই ধরার মাঝে,
বলবো না আমি কোন কিছু
এই জাতির কাছে।
প্রেমের প্যারা ওঠলে তুমি
নাও যে করে বিয়ে,
তারই সাথে করো প্রেম
জমানো ভালোবাসা দিয়ে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম