রূপসা উপজেলার ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীকে কুপ্রস্তাব এবং বিভিন্ন অপকর্মের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা । শিক্ষার্থীর পিতা বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গেছে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস বিদ্যালয়ের ছাত্রীদের সাথে বিভিন্ন সময় অসৌজন্য মূলক আচরণ করেন । সর্বশেষ তিনি দুই ছাত্রীকে কু প্রস্তাব দেন । এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১০ আগষ্ট সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উক্ত প্রধান শিক্ষক সহ সকল শিক্ষককে আবদ্ধ করে রাখে শিক্ষার্থীরা । বেলা ২টার দিকে থানা পুলিশের একটি দল উক্ত শিক্ষককে উদ্ধার করে পুলিশ হেফাজত নিয়ে আসে।
নবম শ্রেণীর শিক্ষার্থী নন্দিনী শীল , সুজয় বৈরাগী , রুপম মহন্ত অভিযোগ করে বলে উক্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিভিন্ন ছাত্রীদের সাথে প্রাইভেট পড়ানো কালীন সময়ে অসৌজন্য মূলক আচরণ করতেন
সর্বশেষ তিনি নবম শ্রেণীর এক ছাত্রীকে শারিরীক সম্পর্ক করার প্রস্তাব দেন । এর প্রেক্ষিতে আজ সকল ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে । পরবর্তীতে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে বিদ্যালয় এর চেয়ার , টেবিল , ব্যবহারিক জিনিসপত্র ভাঙচুর করে।
এ সময় প্রধান শিক্ষককে আন্দোলনকারী শিক্ষার্থীরা মারধর করার চেষ্টা করে । অবশেষে প্রধান শিক্ষক কে থানা পুলিশ হেফাজতে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । এ ব্যাপারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তিস্বর বিশ্বাস জানান ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল । এর পরিপ্রেক্ষিতে আমার বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপবাদ দিয়ে আমাকে নাজেহাল করছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম বলেন প্রধান শিক্ষককে আমরা আইনের আওতায় এনে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।
এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল থেকে স্কুলের সামনে শত শত অভিভাবকরা এসে ভিড় করে এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ তুলে ধরে । বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা এবং অভিভাবকরা উক্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে ।
শারীরিক সম্পর্ক ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ছাত্রীর পিতা খোকন বৈরাগী বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম