মোঃ আল-আমীন(সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন আজ শনিবার সকাল ১১ টায় শিক্ষক সমিতি হলরুমে কামরুজ্জামান রাজুর সভাপতিত্বে ও এস.এম.আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব মোঃ রায়হান গফুর,রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল হাদী আলমাজী জিন্নাহ, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ইমরুল হাসান তালুকদার ইমন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আতাউর রহমান লাভু ও রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আবুল কালাম আজাদ হৃদয়।
এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন। সম্মেলনে আগামী তিন বছরের জন্যে ভোটের মাধ্যমে মোঃ রফিকুল ইসলাম সভাপতি, ইয়ামিন সরকার সাধারণ সম্পাদক ও আল-হেলাল সাাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
Leave a Reply