জি,এম,স্বপ্না,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জে নব্য যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে রায়গঞ্জ উপজেলার কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সংগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ( ১৯ নভেম্বর) রায়গঞ্জ উপজেলা সভাকক্ষে শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদ্য যোগদানকৃত সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, সহকারি কমিশনার ভূমি খাদিজা খাতুন, উপজেলা সহকারি প্রকৌশলী তামান্না রহমান উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আমির হামজা রানা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপি সভাপতি শামছুল ইসলাম, জামায়াত আমীর গোলাম মর্তুজা প্রমুখ।
এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, ছাত্র সমন্নয়ক শেখ রিয়াদ, ফয়সাল আহম্মেদ, শ্রাবন, ইশরাত জাহান এশা, রায়গঞ্জ প্রেসক্লাব আহব্বায়ক আবুল কালাম বিশ্বাস, আশরাফ আলী, সোহেল রানা, মোস্তফা নুরুল আমিন, গোলাম মুক্তাদির,সলঙ্গা রিপোর্টার ইউনিটির সভাপতি রফিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
İstanbul kırmadan su kaçak bulma Kadıköy su kaçağı tespiti: Kadıköy’deki su sızıntılarında noktasal tespit için yanınızdayız. https://www.jointcorners.com/ustaelektrikci
İstanbul su kaçak tamir servisi Çatalca su kaçağı tespiti: Çatalca’da su kaçakları için güvenilir çözüm. https://rapagram.com/ustaelektrikci