মোঃ আল আমীন(সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের রায়গঞ্জ 'উজ্জীবন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ' এর উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্প্রতিবার (২৮মার্চ) দারুল ফাতাহ এম এম মডেল মাদ্রাসার হলরুমে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রায়গঞ্জ উপজেলাধীন বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের প্রথম পর্বের আয়োজন ছিল: সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং দ্বিতীয় পর্বে দেশাত্মবোধক গান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানটি কণ্ঠশিল্পী মো. জাকারিয়া হোসাইনের সঞ্চাচলায় ও উজ্জীবন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ' এর সভাপতি ডা. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বরেণ্য লেখক ও সুস্থ ধারার সংস্কৃতি চর্চার অন্যতম ব্যক্তিত্ব অধ্যাপক ড. খ ম আব্দুর রাজ্জাক। তিনি তার বক্তব্যে এ দেশের স্বাধীনতা সংগ্রামে সকল শ্রেণী-পেশার মানুষের বিশেষভাবে আলেম সমাজের অবদানের কথা তুলে ধরেন।
তিনি বলেন, তদানীন্তন পূর্ব পাকিস্তানের মোট জনসংখ্যার আনুপাতিক হারে আলেমদের সংখ্যা নিতান্তই কম এবং তাদের মাঝে রাজনৈতিক সচেতনতা আরো কম থাকায় স্বাধীনতা সংগ্রামে আলেম সমাজের সক্রিয় অংশগ্রহণ খুবই কম পরিলক্ষিত হয় বলে তাদের অবদান কোনোভাবেই খাটো করে দেখার নয়।
স্বাধীনতা সংগ্রামের এ মহান কাজে নিজেদেরকে সম্পৃক্ত করে ইতিহাসে ভাস্বর হয়ে আছেন মাওলানা আব্দুল হামীদ খান ভাসানী, মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ, মাওলানা শামসুল হুদা পাঁচবাগী, শহীদ মাওলানা অলিউর রহমান, মুফতী আমীমুল ইহসান মুজাদ্দেদী, মাওলানা মোহাম্মাদুল্লাহ হাফিজ্জী, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক প্রমুখ ওলামায়ে কেরাম।
এসব আলেমদের মধ্য হতে অনেককেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষভাবে পুরস্কৃত করেন বলে প্রধান অতিথি উল্লেখ করেন। এচাড়া তিনি শিশু-কিশোরদের মাঝে দেশাত্মবোধ সৃষ্টি ও সুস্থ সংস্কৃতি চর্চার প্রতি গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: জনাব মো. শওকত আলী মাস্টার, অধ্যক্ষ মাওলানা মো. জাহিদুল ইসলাম, কণ্ঠশিল্পী মো. তারিকুল ইসলামসহ গণ্যমান্যব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম