আব্দুল আলিম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) অংশগ্রহণকারী ছাত্রীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৩০ জু্লাই) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ রানা। প্রভাষক ফরিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. বেল্লাল হোসেন, বাংলা, পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা এবং অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক যথাক্রমে মো. সাজেদুল আলম, মোছা. হাফিজা খাতুন, মো. আবুল কালাম আজাদ এবং তাপস কুমার পাল, বিদায়ী ছাত্রীদের মধ্যে সাদিয়া আলম রূপন্তী, তিথি সাহা, হৃদিতা দাস, মোছা. মোমেনা খাতুন প্রমুখ।
শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মো. আরমান আলী। এ বছরে কলেজটি থেকে ১৭৪ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে।
Leave a Reply