মোঃ আল-আমীন(সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের শ্যামগোপ আদর্শ গ্রামে মৃত ছামাদ মোল্লার ছেলে মো. হাবিল মোল্লা বাড়ীতে বিদ্যুৎ এর স্বর্ট সার্কিট থেকে আগুন লেগে অন্তত ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
গত বুধবার দুপুর ২টার সময় শ্যামগোপ আদর্শ গ্রামে মৃত ছামাদ মোল্লার ছেলে মো. হাবিল মোল্লার বাড়ীতে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটে। এতে হাবিল মোল্লার ঘর সহ তার ছেলে জাকিরুল মোল্লা ঘরের ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত জাকিরুল মোল্লা বলেন-প্রতিবেশী ও রায়গঞ্জ ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিভানো হলেও এর মধ্যে উত্তর দক্ষিণ লম্বা ২৬ হাত চারচলা টিনের ঘর ১০ হাত লম্বা ছাপরা ঘর এবং তারমধ্য থাকা নগদ দের লক্ষ টাকা ১ টি অটোরিকশা,১টি ছোট ও ১টি বড় মোবাইল ফোন,ফার্নিচার সহ সকল অন্তত ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয় যায়। ঘরে মধ্যে থাকা অটোরিকশা টি এই পরিবারের উপার্জনের মাধ্যম। এটি পুড়ে যাওয়ার চরম বিপাকে পড়েছি। ঘরের সবই পু্ড়ে যাওয়ার পুরো পরিবার নিয়ে তাকে এখন পথে বসার মত অবস্থা। এমতাবস্থায় ব্যাংক থেকে নেয়া টাকার কিস্তি সহ পাওনাদারদের টাকা পয়সা কি ভাবে দিব বুঝতে পারছি না। সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়গঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.আশিকুর রহমান।
Wow, wonderful weblog layout! How long have you ever been blogging for?
you make blogging glance easy. The total glance of your site is magnificent,
let alone the content! You can see similar: sklep internetowy
and here sklep internetowy