খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে ১২ অক্টোবর ২০২২ (বুধবার)বিকেল ৩টায় উক্ত টুর্নামেন্ট এর উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,,৪৩ বিজিবি"র জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান,পিএসসি,রামগড় সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ,চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাইদুল হক,রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মানস চন্দ্র দাস,রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক,সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব কর,কৃষি অফিসার রাশেদ চৌধুরী,উপজেলা আইসিটি প্রোগ্রাম রেহান উদ্দিন প্রমূখ।
রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনীয় ম্যাচে খেলায় অংশগ্রহণ করেন দুই প্রান্তের ২টি শক্তিশালী দল রামগড় উপজেলা একাদশ-বনাম -শেখ জামাল ক্লাব কক্সবাজার। এসময় খেলায় রেফারির দায়িত্ব পালন করেন.বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাবু অংসা মার্মা,মোঃ জাহিদুল আলম, ও শুভ। উপস্থাপক ছিলেন ফরিদ চৌধুরী।
উদ্বোধনীয় ম্যাচে খেলার ফলাফল -রামগড় একাদশ কে ৩-০গোল দিয়ে জিতেছে চকরিয়া শেখ জামাল ক্লাব।খেলায় ম্যান/অফ"দা ম্যাস পুরস্কিত হন শেখ জামান ক্লাব এর ফরেনার খেলোয়ার আইকা।
এছাড়াও উদ্বোধনীয় অনুষ্ঠানে বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ফুটবল প্রেমিকরা, স্থানীয় প্রশাসন,সরকারি -বেসরকারি দপ্তরে কর্মকর্তা, জনপ্রতিনিধি সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম