গোলাম রব্বানী লক্ষীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতির ৯নং চরগাজী ইউনিয়নে অবস্থিত মোহাম্মদপুর আররসা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি ও বোরকা বিতরণ করেছেন হংকং প্রবাসী ও বাংলাদেশের বিশিষ্ট ব্যাবসায়ি সাইরাহ এগ্রোর প্রতিষ্ঠাতা ও চেয়্যারমান,মাহতাব হোসেন পিন্টু সাহেব আজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় বিতরণের উদ্বোধন শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন সাইরাহ এগ্রোর ম্যানেজার গোলাম রব্বানী ও গন্যমান্য ব্যাক্তিবর্গসহ অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন এভাবে যদি অসহায়দের পাশে ধনীরা এগিয়ে আসতো তাহলে দেশ অনেক এগিয়ে যেত এবং শিক্ষার মান আরো অনেক বেড়ে যেত।
তিনি আরো বলেন সকল বিত্তবানদের কে অনুরোধ করা গেল যেন সকল অসহায় ছাত্র-ছাত্রীদের পাশে এসে সহানুভূতির হাত বাডিয়ে দেন। উল্লেখ্য মাহাতাব হোসেন পিন্টু সাহেব এলাকায় হাজারো গরীব অসহায় মানুষেরপাশে এসে দাঁড়িয়েছেন।
তিনি বললেন এগুলো শুধু আমি মহান রাব্বুল আলামিন কে সন্তুষ্ট করার জন্য করছি । এছাড়া আমার কোনো অন্য উদ্দেশ্য নেই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম