জহিরুল ইসলাম রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি : মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৫ম পর্যায়ে ৮১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে পার্বত্য খাগড়াছড়ি রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২৬টি জেলায় এবং ৭০টি উপজেলায় একযোগে ১৮ হাজার ৫৬৬টি হতদরিদ্র পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে জমি সহ ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তাঁরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার রামগড়ে ৮১টি পরিবারের মাঝে হস্তান্তর করা হয় দুই শতক জমির দলিল সহ দুই রুমে একটি পাকা ঘর।
এসময় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে জমি সহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি এবং উপকার ভোগী সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ প্রমুখ।
Leave a Reply